খাদের কিনারা থেকে মেসি ও আর্জেন্টিনার উত্থান

0
140

স্পোর্টস ডেস্কঃ

ছিল বেশ কঠিন অঙ্ক।এই ম্যাচে আর্জেন্টিনা শুধু জিতলেই হতো না। অন্যদিকে অপর ম্যাচে হারলে চলবেনা ক্রোয়েশিয়াকে। সব অঙ্ক মিলে গেল।নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা জিতল ২-১ গোলে। অন‍্যদিকে আইসল্যান্ডকে ২-১ গোলে হারালো আইসল্যান্ডকে। ফলে মেসিরা পরের রাউন্ডে।

চাপের মুখে নাহলে মেসি যেন ভাল খেলতে পারেনা। তার পায়ের জাদুর সঙ্গে যুক্ত হল মাইকেল রোহোর ক্ষিপ্রতা। বাঁচা-মরার লড়াইয়ে ১৪ মিনিটেই লিড পেয়ে যায় আর্জেন্টিনা।সৌজন্যে মেসি। অসাধারণ এক গোল করেন মেসি। এগিয়ে যায় আর্জেন্টিনা। ৫১ মিনিটে পাল্টা আক্রমণে গোল শোধ করে নাইজেরিয়া। তখন টান টান উত্তেজনা। প্রত‍্যেকটি মিনিট যেন বাড়াচ্ছিল টেনশন।অবশেষে এল সেই মূহুর্ত।৮৬ মিনিটে মার্কোস রোজোর গোলে সেই কাঙ্খিত জয় আসে।

উল্লেখ্য,দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা মুখোমুখি হবে ফ্রান্সের।

(ছবি সৌজন্য:-Anatoly Maltsev/EPA, via Shutterstock ও টুইটার)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here