নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ভোট আসে,আবার ভোট চলেও যায়।যেমনটা এই গ্রামেও ভোট এসেছিল।আবার চলেও গিয়েছিল।কিন্তু এলাকায় দুর্ভোগের কোন পরিবর্তন হয়নি।মাদারিহাট-বীরপাড়া ব্লকের টোটোপাড়া যাবার রাস্তায় হলং নদীর উপর কাঠের সেঁতুর বেহাল দশা।সমস্যায় গ্রামবাসী।
সেতুর দুধারে নেই কোন সুরক্ষা রেলিং।বাসিন্দা দের আশঙ্কা যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।মাদারিহাট থেকে বল্লালগুড়ি হয়ে টোটোপাড়া যাবার যে রাস্তা আছে সেই রাস্তার মাঝে হলং নদীর উপর বহু দিনের পুরাতন একটি কাঠের সেতু রয়েছে বর্তমানে সেই সেতু টির বেহাল অবস্থা সেতুটির রেলিং ভেঙ্গে পড়ে গেছে বহুকাল আগে।সেতুটির মাঝে কাঠ নেই । জায়গায় জায়গায় ভাঙ্গা,বাসিন্দারা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে এই কাঠের সেতুর উপর দিয়ে ।
এই ভাঙ্গা কাঠের সেতু পেড়িয়ে এলাকার ছোটোছোটো ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করে ।এলাকার বাসিন্দারা জানান সাইকেল ও পায়ে হেটে কোনোক্রমে পাড়াপাড় হওয়া যায় কিন্ত বাইক বা গাড়ি যাওয়া যায়না।এলাকাবাসীর অভিযোগ, ‘বিভিন্ন দপ্তরে এই সেতুটি নির্মাণের জন্য আবেদন করেও কোন লাভ হয়নি।নুতন সেতু নির্মাণ তো দূরের কথা। সেতুটি মেরামত ও করা হচ্ছেনা ।’
আরও পড়ুনঃ কয়েক বছরেই সুটুঙ্গা সেতুতে ফাটল,কাজের মান নিয়ে উঠছে প্রশ্ন
এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কাজি জানান,”বহু বার পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।এমনকি এই বেহাল সেতু দিয়ে পারাপার করবার সময় অনেক বাইক,সাইকেল নিয়ে অনেকেই জলে পর্যন্ত পরে যাবারও ঘটনা এখানে ঘটেছে তবে প্রশাসনের নেই কোনো হেলদোল ।”
এই বিষয়ে মাদারিহাট–বীরপাড়া ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রশিদুল আলম সমস্যা কথা স্বীকার করে নেন তিনি বলেন,”সত্যি সেতুটি অবস্থা খুবই খারাপ আমরা পরিদর্শনে গিয়েছিলাম আমরা এই সেতুটি নির্মাণ করার জন্য প্ল্যান করে উর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে পাঠিয়েছি আশা করছি পূজোর আগেই কাজ শুরু হয়ে যাবে এবং পাঁকা সেঁতু নির্মাণ হবে ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584