নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ফের বেপরোয়া গতিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়লো পিক- আপ ভ্যান। বুধবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা-কাঁথি রাজ্য সড়কে বৈঁচা এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, কাঁথি থেকে দুধ বোঝাই পিক-আপ ভ্যান এগরার দিকে আসার পথে বৈঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়।
আরও পড়ুনঃ কমছে দুর্ঘটনা, দাবী জেলা প্রশাসনের
অভিযোগ, চালক ও খালাসি এগরার অদূরে বালিঘাইতে মদ্যপান করে।এরপর চালকের কাছ থেকে জোর করে পিক-আপ ভ্যানের চাবি ছাড়িয়ে বেপরোয়া গতিতে খালাসি ওই গাড়ি চালায় বলে অভিযোগ। তারপর বৈঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাড়িটি উল্টে যায়।
গাড়িতে থাকা সমস্ত ভর্তি দুধের কন্টেইনার থেকে দুধ পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে গাড়ির চালক ও খালাসি কে আটক করে রাখে।খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি- সহ চালক ও খালাসিকে আটক করে।তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584