নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৫০০ টাকা অনুষ্ঠান বাবদ স্কুল কর্তৃপক্ষ চাঁদা হিসেবে ধার্য করে।
সেই অতিরিক্ত টাকা ছাত্রছাত্রীরা না দেওয়ার প্রতিবাদে চন্দ্রকোনা রোড সারেঙ্গা রাস্তা রাজ্য সড়ক অবরোধ করে,স্কুলেরই এক ছাত্রী প্রিয়া ঘোষ জানায়, ‘ভর্তি বাবদ আমাদের কাছ থেকে ১৩০০ টাকা ধার্য করা হয়,এবং সেই টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়’ -এমনই অভিযোগ তোলে ওই স্কুল ছাত্রী।
আরও পড়ুনঃ টানা ছুটির প্রতিবাদে কোচবিহারে ডিএসও-র পথ অবরোধ
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষ জানায় কোনও এক অনুষ্ঠানের খরচ বাবদ ছাত্রছাত্রীদের কাছে অতিরিক্ত ৫০০ টাকা ধার্য করা হয়েছে যা দিতে অস্বীকার করে সমস্ত স্কুল ছাত্রছাত্রী,অন্য দিকে স্কুল কর্তৃপক্ষ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমরা কোনও ভাবেই ছাত্রছাত্রীদের উপর এই অতিরিক্ত ৫০০ টাকার জন্য চাপপ্রয়োগ করিনি,ইতিমধ্যেই আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মৌখিক আলোচনা করে,কী ভাবে ছাত্রছাত্রীদের টাকা ফেরত দেওয়া যায় সেই ব্যাপারে আলোচনা করব।
‘মূলত এই বার্তা শুনেই পথ অবরোধ উঠে যায়। দীর্ঘক্ষণ পথ অবরোধ থাকার ফলে,যানজটের সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584