নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পথ দুর্ঘটনার জেরে প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে পথ অবরোধ করলো উত্তেজিত জনতা।ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলি গ্রামের।ঘটনার সূত্রপাত বেলদা থেকে কেশিয়ারিগামী ৫ নং রাজ্য সড়কের উপর এক পথচলতি ব্যক্তিকে ধাক্কা মারে এক বালি বোঝাই ডাম্পার।গুরুতর অবস্থায় মঙ্গল সিং(৩৫) নামে ঐ ব্যক্তিকে ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।

প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তারপরই ঘটনাস্থলে অবরোধ শুরু করে উত্তেজিত জনতা।বেঞ্চ ফেলে গাড়ি আটকে অবরোধ দেখাতে থাকে গ্রামবাসীরা।


আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় সরকারি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ,আহত ৬
বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।তাদের দাবি এই একই জায়গায় কোন সিভিক কিংবা পুলিশ মোতায়েন না থাকায় এবং রাস্তার সম্প্রসারণের সময় কোন হাম্প না রাখায় দ্রুত গতিতে চলতে থাকে বালি বোঝাই গাড়ি।ফলে গত সপ্তাহে মোট তিনজন পথ দূর্ঘটনায় আহত হয়।এলাকায় পুলিশের ভুমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
প্রায় ঘন্টা দুয়েক চলে পথ অবরোধ।পুলিশকে ঘিরে বিক্ষোভ ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।ঘটনার স্থল থেকে বর্তমানে বেলদার এসডিপিওর বাংলো থেকে ঢিল ছোঁড়া দূরে।তাই খবর পেয়ে ঘটনা স্থলে আসেন তিনি।তার নির্দেশে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ। এলাকায় রুট মার্চ করেন এসডিপিও ও বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী।পরে পুলিশের আশ্বাস পাওয়ার পর অবরোধ উঠে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584