নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দীর্ঘদিন ধরে মেদিনীপুর শহরে প্রবেশের প্রধান রাস্তাটি জগন্নাথ মন্দির এলাকায় বেহাল হয়ে রয়েছে। রাস্তায় খানাখন্দ থাকার কারণে জল জমে বহুবার দুর্ঘটনা ঘটেছে যাত্রীদের।
নিকাশি ব্যবস্থা সঠিক না থাকার কারণে এই রাস্তার ওপর দিয়ে মেদিনীপুর শহরের জল বের হয়ে যায় কখনো কখনো।যার জেরে এ রাস্তার পিচ ও অন্যান্য অংশ উঠে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে এই রাস্তাটিতে।
জেলা প্রশাসনের কাছে বহুবার জানিয়েও কোনো সুফল হয়নি বলে স্থানীয়দের দাবি। মেদিনীপুর পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দায়িত্বে থাকা মহকুমা শাসককেও কয়েকবার জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ রাজনৈতিক হিংসায় উত্তপ্ত দিনহাটা, বিজেপির পথ অবরোধ ভেটাগুড়িতে
তার পরও অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার বেলা সাড়ে দশটার পর থেকে অবরোধ করে দেন স্থানীয় বাসিন্দারা।এর ফলে মেদিনীপুর শহরে প্রবেশের ও বেরিয়ে যাবার রাস্তাটি অবরুদ্ধ হয়ে থাকে।
এক ঘণ্টার বেশি সময় ধরে এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।স্থানীয়দের এই দাবিকে সমর্থন করে তাতে সামিল হন জেলা কংগ্রেস সভাপতি তথা স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান।
তিনি বলেন,”প্রশাসনের আধিকারিকরা অন্য পথে যাতায়াত করেন বলেই এই রাস্তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।তাই অবরোধ করে মানুষ তার প্রতিবাদ জানাচ্ছেন।তাদের দাবিকে সমর্থন করে আমরাও শামিল হয়েছি তাদের সঙ্গে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584