নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপি কর্মীদের উপর অত্যাচার সহ মারধরের অভিযোগ তুলে সারা রাজ্যেই থানা ঘেরাও সহ পদযাত্রার মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপির সাংগঠনিক নেতৃত্ব।সেরকম এক দৃষ্টান্ত লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে।উল্লেখ্য সোমবার চন্দ্রকোনা রোডের পার্শ্ববর্তী এলাকা আঁধারনয়নে গতকাল তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনীর দ্বারা আক্রান্ত হয় বিজেপির ৩ কর্মী সমর্থক।
আরও পড়ুনঃ তোলাবাজির বিরুদ্ধে লরি মালিকদের পথ অবরোধ ফারাক্কায়
মঙ্গলবার বিকেল নাগাদ চন্দ্রকোনা রোডে মিছিল করে বিট হাউস ঘেরাও ও রাস্তা অবরোধ করে এর তীব্র প্রতিবাদ জানায়।বিজেপির জেলা সম্পাদক মদন রুইদাস বলেন, “গতকাল আমাদের কর্মীদের উপর অত্যাচার করে এবং মারধর করে ড্রেনে ফেলে দেয়’ এমনই অভিযোগ করেন মদন রুইদাস।’
এছাড়াও পুলিশ না বুঝে শুনে বিজেপি কর্মীকে আটক করে,প্রতিবাদ মিছিল করতে বাধা দেয় পুলিশ এমন অভিযোগ উঠে আসে।
ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এমনই অভিযোগ করেন মদন রুইদাস।এ দিন প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ ও থানা ঘেরাও করে প্রতিবাদ জানায় ব্লক বিজেপি নেতৃত্ব,এর জন্য যানজটের মধ্যে পড়তে হয় গোটা শহরবাসীকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584