পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
কেন্দ্রীয় বাহিনীর তান্ডবের অভিযোগে রামগঞ্জ লক্ষ্মীপুর রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল সমর্থকরা।এই বিক্ষোভে সুজালী এলাকায় উত্তেজনা ছড়ালো।এছাড়াও কংগ্রেস-সিপিএম জোট বনাম তৃণমূল সংঘর্ষে উত্তাল চোপড়ার লক্ষ্মীপুর।পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনো পুলিশ পিকেটের পাশাপাশি টহলদারী চলছে।
জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েত চোপড়া বিধানসভার অধীনস্থ। তবে সুজালী এলাকা ইসলামপুর বিধানসভার মধ্যে না পড়লেও এদিন ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঙ্কজ ঝা’য়ের নেতৃত্বে বাস ভর্তি কেন্দ্রীয় বাহিনীর একটি টিম সুজালী এলাকার ধূলিগাঁও মোড়ে গিয়ে শাসকদল তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানার খুলে ফেলে দেয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ স্কুল ছুটির প্রতিবাদে এডিএসও-র পথ অবরোধ
এই ঘটনায় উত্তেজিত স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা রামগঞ্জ-লক্ষ্মীপুর রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরই মাঝে সুজালীর বাসিন্দা তৃণমূল কর্মী ফইজুল রহমান স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার লক্ষীপুর শাখায় চেক ভাঙাতে গেলে স্থানীয় কংগ্রেস-সিপিএম জোটের কর্মীরা মিলে তাঁর দুই লক্ষ টাকার চেক ছিড়ে দিয়ে মারধর করে তার কাছে থাকা ২৫ হাজার টাকা নগদ ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ।
এই খবর সুজালীতে পৌঁছতেই তৃণমূল কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ চরম আকার নেওয়াতেই রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঙ্কজ ঝা কেন্দ্রীয় বাহিনীর তান্ডবের ভুল স্বীকার করে বাহিনীকে নিয়ে সুজালী ছেড়ে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এদিকে তৃণমূল কর্মীর চেক ছেড়া মারধরের ঘটনার জেরে সুজালী এলাকায় লক্ষীপুরের এক চা পাতার গাড়িতে তৃণমূল কর্মীরা লুটপাট চালায় বলে অভিযোগ কংগ্রেস-সিপিএম জোটের।এই ঘটনা জোট নেতৃত্ব লক্ষ্মীপুরের নির্বাচিত জেলা পরিষদ সদস্য তৃণমূলের মহম্মদ আজিজের কাছে জানাতে গেলে বচসার সৃষ্টি হয় বলে অভিযোগ।
বচসার জেরে মহম্মদ আজিজ দু’তিন রাউন্ড গুলিও চালায় বলে জোটের অভিযোগ।পরে উত্তেজিত জোট কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হয়ে মহম্মদ আজিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ ঝা ও চোপড়া থানার আইসি বিনোদ গজমিরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জেলা পরিষদ সদস্য মহম্মদ আজিজকে উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় রাফ কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।এলাকায় চাপা উত্তেজনা আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584