নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
ডোমকল পৌরসভা এলাকার ফুটপাত রাস্তা কয়েক মাস আগে তৈরি করা হয় আর গত দু দিনের বৃষ্টির জলে সব ভেঙ্গে পড়ল সেই রাস্তা। ডোমকল পৌরপিতা সৌমিক হোসেনের বাড়ি থেকে ভাতসালা পর্যন্ত এইরকম ভাবে ভেঙে পড়েছে রাস্তা।
ফুটপাত রাস্তা গুলো পর্যন্ত একই রকম ভগ্নপ্রায় দশা।স্থানীয় বাসিন্দারা এই কাজেও কাটমানি ইস্যু পরিব্যাপ্ত করেছেন।কাজ করার সময় এলাকাবাসী অনেক বাধা দিলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি।
আবার ডোমকল মাছ বাজারের রাস্তায় অল্প বৃষ্টির জলে ডুবে যায় রাস্তা।
আরও পড়ুনঃ সামান্য বৃষ্টিতেই জলমগ্ন, ক্ষুব্ধ স্থানীয়রা
কারণ রাস্তার যে জল নিকাশী ব্যবস্তা করেছিল সে গুলো সব বন্ধ হয়ে গিয়েছে।তার কারণে জল বেরনো কোনো রাস্তা না থাকার কারণে রাস্তায় জল জমে থাকাটাই এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
শহরের সৌন্দর্যায়নে রাস্তার ধারে লাইট বসানো হয়েছিল আজ সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসনের কাছে এলাকাবাসীর আবেদন যে এই সমস্যা গুলির সমাধানে ব্যবস্থা নিক প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584