বেহাল একমাত্র যোগাযোগের রাস্তা,নির্বাক প্রশাসন

0
49

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের সাহেবরামপুর বোলাই তলা থেকে চাঁদের পাড়া মোড় পর্যন্ত একই অবস্থা রাস্তার ২ কিলোমিটার রাস্তা দিয়ে গাড়িতো দূরের কথা সাধারণ মানুষের চলা চল অযোগ্য হয়ে পড়েছে।স্থানীয় মানুষের দাবি রাস্তা করার সময় সঠিক ভাবে দ্রব্যাদি না দেওয়ার কারণে এমন অবস্থা।

 road damage | newsfront.co
নিজস্ব চিত্র
 road damage | newsfront.co
রাস্তার অবস্থা।নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

আবার কেও বলছেন রাস্তা করতেও কাটমানি যার কারণে এমন অবস্থা।প্রায় ৪ বছর ধরে রাস্তার অবস্থা একই।যদিও প্রশাসন কে অনেক জানিও কোনো সুরাহা হইনি।টোটো গাড়িতে বসে থাকা দায় হয়ে পড়েছে যদিও অনেক দুর্ঘটনা হয়েছে এই রাস্তায়।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ

 road damage | newsfront.co
নিজস্ব চিত্র

এই রাস্তায় ভরসা চাঁদের পাড়া গ্রামের মানুষদের এবং আরো পার্শ্ববর্তী এলাকার মানুষের কোনো সঙ্কট কিছু হলে হাসপাতালে নিয়ে আসতে অনেক সময় ব্যয় হয়।গ্রামবাসী দের অনুরোধ যে এই রাস্তার কাজ যেনো খুব তাড়াতাড়ি করা হই সেই জন্য অবেদন জানানো হচ্ছে প্রশাসনের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here