নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পথ দুর্ঘটনাকে এড়াতে ইতিমধ্যেই রাজ্য সরকারের সহযোগিতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি মাধ্যমে রাজ্যের মানুষকে সচেতনতা করছে প্রশাসন।ইতিমধ্যেই বিভিন্ন স্কুল-কলেজের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে ও সাধারণ মানুষকে সচেতনতাবোধ তৈরি করার চেষ্টা চলছে।
এবার সেই লক্ষ্যেই রেল প্রশাসনিক আধিকারিকদের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা এলাকায় রিগার্ডিং বোর্ড ট্রাফিক এবং রেল ট্রাফিক এর উদ্যোগে শনিবার সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে এলাকার মানুষকে সচেতনতা করা হয়।

আরও পড়ুনঃ লালগড়ের পডিহা গ্রামে সিআরপিএফের স্বচ্ছ ভারত অভিযান
এই দিন এই কর্মসূচিতে এলাকার সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে চলে সেফ ড্রাইভ সেভ লাইফ।দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়্গপুর ডিভিশনের সুপারিনটেনডেন্ট পুলিশ দেবর্ষি দত্ত জানান যেহেতু ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ সেটিকে মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের মনে সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তা দেওয়া হয়,মূলত এখন থেকে তাদের মনে সেভ ড্রাইভ এর প্রতি সচেতনতা জাগালে আগামীদিনে এরাই বিভিন্ন যানবাহন নিয়ে রাস্তাঘাটে যাতায়াত করবে, এমন বক্তব্য খড়্গপুরে রেল ডিভিশনের সুপারিনটেনডেন্ট পুলিশ দেবর্ষি দত্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584