নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

উত্তর মালদহ ও দক্ষিণ মালদহ লোকসভার দুটি আসন মালদায়।বামফ্রন্ট, উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রার্থী দিলেও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী দেয়নি।উত্তর মালদার প্রার্থী বিশ্বনাথ ঘোষের সমর্থনে মিছিল,রোডশো করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ পুরাতন মালদহের রায়পুরে হাজির হন তিনি।

আরও পড়ুন: দশরথকে সাথে নিয়ে অরূপের রোডশো
আর তাঁকে ঘিরে ভিড় জমান দলীয় কর্মী সমর্থকেরা। কংগ্রেসের গড় হিসেবে পরিচত রায়পুর ও বিজেপির গড় মুচিয়া।এদিন দুই এলাকায় রোডশো করেন বিমান বসু।এদিন রায়পুরে প্রথমে পায়ে হেঁটে ভোট প্রচার করেন তিনি।
তারপরে হুড খোলা গাড়িতে মুচিয়া পর্যন্ত রোডশো করেন বিমান। হাজির ছিলেন সিপিএমের জেলা সম্পদক অম্বর মিত্র সহ কর্মী সমর্থকেরা।মুচিয়াতে গিয়েও মিছিল করেন বিমান বাবু।তিনি বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584