সিমা পুরকাইত,কলকাতাঃ


ভর সন্ধ্যায় আইনজীবির ফ্ল্যাটে ডাকাতি।ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এনএসসিবোস রোডে।আইনজীবির ঘরে চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।কোন নিরাপত্তারক্ষী না থাকায় এমন ঘটনা বলে অনুমান।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।নেতাজিনগর থানার এনএসসিবোস রোডের বাঁশদ্রোনী বাজারে আইনজীবি সুমিতা রায় চৌধুরীর বাড়িতে ঘটে এই দুঃসাহসিক ডাকাতি।ঘটনার প্রকাশ এই যে,মঙ্গলবার সন্ধ্যায় সুমিতা রায় চৌধুরী জুনিয়ার পার্থ সারথীর সাথে নিজের ফ্ল্যাটে আসেন।আবাসনের দোতলার ফ্ল্যাটে একাই থাকেন আলিপুর জর্জকোটের এই আইনজীবি।বাড়িতে প্রবেশের সময় গ্রিলের একটি অংশ বাঁকা দেখে সন্দেহ হয়,পরে দেখা যায় গেটের তালা ভাঙা।একটু প্রবেশ করতেই বাড়ির ভিতর থেকে দুজনের গলার আওয়াজ পেয়ে চক্ষু চড়কগাছ।গেট খুলতেই আইনজীবিকে রড দিয়ে আঘাত করে আততায়ীরা।ওলট পালট অবস্থায় পরে রয়েছে আসবাবপত্র। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র অন্যান্য জিনিস।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খোয়া গেছে নগদ কুড়ি হাজার টাকা,দু’জোড়া সোনার রিং সহ বেশ কিছু সোনার গহনা।আক্রান্ত গৃহকর্ত্রী কাউকেই চিনতে পারেন নি।ঘটনার পর পরই পুলিশ তৎপরতার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করলেও এলাকাবাসীর অভিযোগ নিরাপত্তারক্ষী না থাকা এমনকি সিসিটিভি নজরদারিরও কোন ব্যবস্থা নেই।প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি নজরদারির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।


আরও পড়ুনঃ মহকুমা কৃষি মেলার সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584