নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ষষ্ঠ দফার নির্বাচনের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর লাগোয়া জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে টহল দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।ভোটের ঠিক আগে জঙ্গলমহলের গ্রামগুলিতে ঘুরে সাধারণ ভোটারদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে জওয়ানরা।
এলাকায় টহল দারির জন্য পশ্চিম মেদিনীপুরে আপাতত পৌঁছেছে কয়েক কোম্পানি বাহিনী।ভোটের মুখে আরো বেশ কয়েক কোম্পানি বাহিনী ঢুকবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।ভোট শুরু হবার আগে থেকেই অনেক জায়গায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি ওঠে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী,ভোটকর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ স্থানীয় ভোটারদের
জেলা প্রশাসনের দরবারে আবার নির্বাচন কমিশনের কাছে এই কথা জানানো হয়।যদিও বিক্ষিপ্ত কিছু অশান্তি এড়ানো যায়নি।ষষ্ঠ দফা ভোট গ্রহণ শুরুর আগে কেন্দ্রীয় বাহিনী জঙ্গলমহলের গ্রামের মানুষকে আশ্বাস দিলেন নির্ভয়ে তাদের মতাধিকার প্রয়োগের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584