নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
স্রেফ গুজবের জের! যার জেরে কয়েকশো মহিলা ঝাড়গ্রাম দেবেন্দ্রমোহন হলে (ডিএম হল) হাজির হয়েছিলেন।সবাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা।

কেউ বা কারা রটিয়ে দিয়েছে,এদিন থেকে লোকপ্রসার প্রকল্পে টুসুগানের দলকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদনপত্র দেওয়া শুরু হচ্ছে।এমন গুজবে কয়েকশো মহিলা সেখানে এসে ঢুকতে চান।কিন্তু হল কর্তৃপক্ষ জানান, তাঁদের হলটি বেসরকারি।
এখানে এমন কোনও সরকারি আবেদনপত্র বিলির কর্মসূচি নেই।কিন্তু সে কথা মহিলাদের বিশ্বাস করানো যাচ্ছে না। ডিএম হল নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে।
আরও পড়ুনঃ শিক্ষকদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারদের
কেউ আবার জানতে চাইছেন,তাহলে কী জেলা শাসকের হলে আবেদনপত্র পাওয়া যাবে।জেলা তথ্য ও সংস্কৃতি দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, লোকপ্রসার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্তকরণের কাজ সারা রাজ্যের সঙ্গে ঝাড়গ্রামেও বন্ধ রয়েছে।
দফতরের উদ্যোগে অথবা প্রশাসনের উদ্যোগে কোনও আবেদনপত্র বিলি করা হচ্ছে না।পুরোটাই গুজব।কারা এমন গুজব রটাল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ-প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584