‘..মূর্খের স্বর্গে বাস করছি!’, নেটিজেন মহলে সাড়া সৌরভ কন্যার পোস্টে

0
814

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। কোথাও শান্তিপূর্ণ বিক্ষোভ উদ্বুদ্ধ করেছে আমজনতাকে, আবার কোথাও উচ্চগ্রামের উশৃঙ্খল প্রতিবাদ নষ্ট করেছে জনসাধারণের শান্তি।

sana ganguly | newsfront.co
সানা গঙ্গোপাধ্যায়। চিত্র সৌজন্যঃ সানার ইন্সটাগ্রাম

এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার, বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানার ইন্সটাগ্রাম পোস্ট সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

নিজস্ব কোনও মন্তব্য নয়, খুশবন্ত সিংহের লেখা থেকে উদ্ধৃত একটি অনুচ্ছেদ নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন সানা।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে এনআরসি সিএএ বিরোধী মিছিল কংগ্রেসের

ওই উদ্ধৃতির গোটাটাই কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং সংঘ পরিবারের অত্যাচার, একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রাসঙ্গিক। সানার পোস্টটি ২০০৩ সালে প্রকাশিত খুশবন্ত সিং এর ‘দ্য এন্ড অব ইন্ডিয়া’ বইয়ের একটি অনুচ্ছেদের অংশ, যেখানে লেখক সংঘ এবং বিজেপি সরকারের ভিত্তিগত শাসনব্যবস্থাকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেছেন।

পোস্টটিতে লেখা ছিল, ‘‘প্রতিটা ফ্যাসিস্ট সরকারের একটা দল বা গোষ্ঠীর প্রয়োজন হয়। নিজেদের বেড়ে ওঠার জন্য তারা ওই দল বা গোষ্ঠীগুলিকে ব্যবহার করতে তাদেরও শয়তানে পরিণত করে।

আরও পড়ুনঃ মেটিয়াবুরুজ ইমাম সংগঠনের তরফে রাজভবন অবধি সিএএ বিরোধী পদযাত্রা

দু’একটা দল দিয়ে এটা শুরু হয়। কিন্তু সেটা কখনওই সেখানে শেষ হয় না। ঘৃণার উপর নির্ভর করে যে আন্দোলন, সেই আন্দোলনে নিজেকে ধরে রাখতে অবিরাম একটা ভয় বা দ্বন্দ্বের বাতাবরণ সৃষ্টি করে।’’

সেই পোস্টে আরও বলা হয়েছে, ‘‘আজ যারা আমরা নিজেদের নিরাপদ মনে করছি, ভাবছি আমরা তো মুসলমান বা খ্রিস্টান নই, তারা মূর্খের স্বর্গে বাস করছি।

সংঘ ইতিমধ্যেই বামপন্থী ইতিহাসবিদ এবং পশ্চিমি সংস্কৃতিতে বিশ্বাসী যুবসমাজকে নিশানা করেছে। কাল তাদের ঘৃণা গিয়ে পড়বে স্কার্ট পরিহিত মহিলা, বা যাঁরা মাংস খান, মদ্যপান করেন, বিদেশি সিনেমা দেখেন, বছর বছর তীর্থে যান না, দাঁতনের পরিবর্তে টুথপেস্ট ব্যবহার করেন, আয়ুর্বেদিকের বদলে অ্যালোপ্যাথি ওষুধ নেন, দেখা হলে ‘জয় শ্রী রাম’ বলার বদলে হাত মেলান বা চুম্বন করেন, তাঁদের উপর। কেউ নিরাপদ নয়। ভারতকে বাঁচাতে হলে এগুলি আমাদের ভীষণ ভাবে অনুধাবন করতে হবে।’’

সৌরভ নিজে সব সময়েই রাজনৈতিক মন্তব্য থেকে নিজেকে দূরে রাখেন। কিন্তু সানার এই পোস্ট নেটিজেন মহলে প্রশংসা কুড়িয়েছে সাহসিকতার। পাশাপাশি অনেকের চোখ খুলে দেওয়ার পথও তৈরি করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here