নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ট্রাক্টারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরহী স্কুল পড়ুয়ার। শুক্রবার মোথাবাড়ি থানার রায়পুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মালদা মেডিকেলে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।
আরও পড়ুন: জাল ফেলে মাছের সাথে উঠল বোমা ভর্তি ক্যারি ব্যাগ
পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম আজাদ হোসেন (১০)। বাবা দাউদ হোসেন পেশায় রেশন ডিলার। বাড়ি মোথাবাড়ি থানার হামিদপুর এলাকায়। জানা গিয়েছে শুক্রবার বাড়ি থেকে সাইকেলে করে মসজিদ যায় আজাদ। সেখান থেকে ফেরার পথে রায়পুর এলাকায় একটি ট্রাক্টার পেছন থেকে ধাক্কা মারে। গুরুতর জখম আবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আবস্থার আবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেলি পাঠায়। মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584