নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
অনুপ্রেরনা রাজ্যের মুখ্যমন্ত্রী। সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রচারে সমুদ্র থেকে পাহাড়ে অভিযান।সাইকেলে চেপে দীর্ঘ ৯০০ কিলোমিটার পথ পেরিয়ে সচেতনতা গড়তে অভিনব উদ্যোগ এক সরকারি আধিকারিকের।কোলকাতা শ্রম দপ্তরের ইন্সপেক্টর মৃনাল কান্তি অধিকারির স্বপ্ন সব শ্রমিককে সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তভুক্ত করা।
উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা বছর চল্লিশের মৃনাল কান্তি অধিকারি। কর্মসূত্রে তিনি শ্রম দপ্তরের আধিকারিক। মুখ্যমন্ত্রীর শ্রমিক স্বার্থে চালু করা‘সামাজিক সুরক্ষা প্রকল্পে’ অনুপ্রানিত তিনি। কিন্তু শ্রমিকদের অনেকদের মধ্যেই এখনও প্রকল্প সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন মৃনাল বাবু।
আরও পড়ুনঃ পুষ্টি দিশারী প্রকল্পে পৌষ্টিক বিতরণ
কাজের অভিঞ্জতায় বিশ্বাস করেন প্রকল্পের সুবিধে সকলের কাছে পৌছতে হলে চাই আরও বেশী সচেতনতা। ছোটবেলা থেকেই তাঁর বড় প্রিয় সাইকেল। মাঝে মধ্যেই সাইকেলে চড়ে দুরদূড়ান্তে ঘুরে বেড়ানো তাঁর নেশা। হঠাৎ একদিন পরিকল্পনা করে বসেন সাইকেলে চড়ে রাজ্য জুড়ে সচেতনতা প্রচারে বের হবেন।
প্রস্তাব দেন দপ্তরকে। তাঁর অভিনব পরিকল্পনার পাশে দাঁড়িয়েছে রাজ্য শ্রম দপ্তর। গত ২৩ ফেব্রুয়ারী গঙ্গা সাগরে পূর্ন্য স্নান সেরে শুরু করেন প্রচার যাত্রা। সাইকেলের বিভিন্ন অংশে লেখা সামাজিক সুরক্ষা প্রকল্পের কথা। সঙ্গে নিয়েছেন এই সংক্রান্ত প্রচারপত্র,পুস্তিকা,ফ্লেক্স। চলার পথে যেখানে শ্রমজীবি মানুষ দেখছেন সেখানেই দাড়িয়ে পড়ে প্রকল্প প্রচার করছেন তিনি।
ইতিমধ্যে সাইকেলে কয়েক শো কিলোমিটার পথ পেরিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে মালদা থেকে তাঁর গন্তব্য ছিল রায়গঞ্জ। আগামী ১৭ মার্চ সান্দাকফুতে অভিযান শেষ করবেন তিনি। চলার পথে সচেতনতার প্রচার করেছেন হাজারেরও বেশী শ্রমিকের মধ্যে। মৃনালবাবুর স্বপ্ন একদিন রাজ্যের সব শ্রমিক মুখ্যমন্ত্রীর ঘোষিত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584