তলিয়ে যাওয়া দুই কিশোরের তল্লাশিতে আরক্ষা বাহিনীর বিশেষ দল

0
46

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

the search for the two boys
নিজস্ব চিত্র

চোপড়ার ডাউক নদীতে নিখোঁজ দুই বালকের দেহ উদ্ধার কাজ শুরু হলো।রায়গঞ্জ চতুর্থ আরক্ষা বাহিনীর বিশেষ দল চোপড়া ডাউক নদী তল্লাশির কাজে হাত লাগিয়েছে।উদ্ধার কাজে ডুবুরিকে নামানো হয়েছে।নামানো হয়েছে স্পিড বোট।তবে এখনও নিখোঁজ দুই বালক আমিরুল ইসলাম এবং নৌশাদের খোজ না মেলায় উদ্বিগ্ন সাধারন মানুষ।সকাল থেকে অসংখ্য মানুষ নদীর পাড়ে ভিড় জমিয়েছে।

the search for the two boys
তাপস দাস,স্থানীয় পঞ্চায়েত সদস্য।নিজস্ব চিত্র
the search for the two boys
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তল্লাশিতে উদ্ধার কোটি টাকার চোরাই কাঠ,ধৃত ১

গতকাল চোপড়া ব্লকের সোনাপুর গ্রামপঞ্চায়েতের ধর্মগছ গোয়াবাড়ি গ্রামের তিন বালক ডাউক নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় মানুষ নদী থেকে সাবির আলম(৮) নামে এক বালককে মৃত অবস্থায় উদ্ধার করলেও বাকি দুই বালক আমিরুল ইসলাম(৯) এবং নৌশাদের খোঁজ পাওয়া যায় নি।গতকাল সন্ধ্যায় নেমে উদ্ধার কাজ শুরু করতেই পারে নি প্রশাসন।আজ সকাল হতেই উদ্ধার কাজ শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here