পাঁশকুড়াতে তৈরি হতে চলেছে দ্বিতীয় তারাপীঠ

0
247

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের চকগোপাল গ্রামে তৈরি হতে চলেছে বীরভুমের তারাপীঠের আদলে দ্বিতীয় তারাপীঠ। যেখানে কোষ্ঠী পাথরের তৈরি তারা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হবে।

temple | newsfront.co
নির্মীয়মাণ মন্দির ৷ নিজস্ব চিত্র

প্রায় ৮০ ফুট উচ্চতায় তৈরি মন্দিরে মায়ের মূর্তি দর্শন করতে হলে দর্শনার্থীদের একান্ন ধাপ পাথর বসানো সিঁড়ি ভেঙে উপরে উঠে তারা মায়ের দর্শন করতে পারবে আগত দর্শনার্থীরা। ছয় একর জমি জুড়ে এই মন্দির তৈরির পাশাপাশি তৈরি হচ্ছে সাধক বামাক্ষ্যাপা আশ্রম এবং বড় শ্মশান।

আরও পড়ুনঃ মেদিনীপুরে অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি উন্মোচন

আগামী ১২ ই জানুয়ারী প্রতিষ্ঠিত হবে মূর্তি, যাঁর ফলে জোরকদমে চলছে নির্মাণ কাজ। এমন দ্বিতীয় তারাপীঠ মন্দির তৈরি হওয়ায় খুশি সর্বত্র পাঁশকুড়াবাসী। বীরভুমে গিয়ে আর দর্শন করতে হবে না, একই ধাঁচে তৈরি হচ্ছে দ্বিতীয় তারাপীঠ, এমনকি মন্দিরে ওঠার মুখে এবং একান্ন সিঁড়ি বেয়ে ওঠার মুখে তৈরি করা হয় বসার সিটও ।

আরও পড়ুনঃ ফালাকাটায় এসএফআই -র বর্ষপূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কয়েক কোটি টাকা খরচে তৈরি হচ্ছে এই মন্দির। এলাকার স্থানীয় স্বর্ণকারদের উদ্যোগে তাঁদের ব্যক্তিগত খরচে তৈরি হয় এই মন্দির। মন্দিরের পুরোহিত বলেন, বীরভুমের তারামা যা ভোগ গ্রহণ করেন, একই ভোগ এখানকার মা ও পাবেন।

ওখানে পূজার্চনার যা নিয়মনীতি এখানেও সেই একই নিয়মনীতি মেনে হবে তারামাএর পূজা।পূর্ব মেদিনীপুরবাসী এক ডাকে চিনবে পাঁশকুড়ার তারাপীঠ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here