নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
আজ কলকাতার বিএমএস কনফারেন্স হলে ন্যাশনাল খ্রিস্টান কাউন্সিলের উদ্যোগে লিডারশিপ তৈরির উদ্দেশ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।বিভিন্ন খ্রিস্টান চার্চ গুলির লিডারদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মূলত সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের দাবি গুলি নিয়ে আলোচনা হয় এই আলোচনা সভায়।এছাড়াও কয়েকটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের সভায়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি’র সভাপতি ডঃ শ্যাম পল(বিশপ)।
এইদিনই বিকেলে কলকাতা প্রেস ক্লাবে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য কিছু আবেদন রাখার উদ্দেশ্যে একটি সাংবাদিক সম্মেলন এর আয়োজন করেন।
এদিন তিনি সাংবাদিক সম্মেলনে জানান,সরকার যেন শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নতিতে ব্রতী হন।দারিদ্রতা নির্মূলে ব্যবস্থা নিতে বিভিন্ন প্রকল্প সহ কৃষকদের হিতকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে নজর দেওয়ার ব্যাপারেও বলেন।বেকারত্ব সমস্যা মেটাতে চাকুরি আর জাতির সম্মৃদ্ধির বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয় সভানুষ্ঠানে।
আরও পড়ুনঃ বর্ষার আগেই ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে বিশেষ সেমিনার
ডঃ শ্যাম পাল আরও জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে আবেদন করা হচ্ছে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বিশেষত গ্রামের দিকে তাদেরকে আর্থিক সাহায্যের জন্য ফান্ড তৈরি করতে হবে।মাদার টেরেজা ও উইলিয়াম কেরি স্মৃতি পুরস্কারের কথাও বলেন তিনি, যে সকল ব্যক্তি সমাজের জন্য বড় সেবা কার্যক্রম বা আধুনিক দিনে বাঙালি সাহিত্য ও শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখবে তাদের এই পুরস্কারের প্রদানের কথা বলেন ডঃ পল।
এর ফলে সামাজিক ও সাহিত্যিক কাজের জন্য অনুপ্রেরণা পাবেন অনেকেই, এমনটাই মত প্রকাশ করেন তিনি। এছাড়াও খ্রিস্টান কবরের জন্য প্রয়োজনীয় জমি দখল হয়ে যাচ্ছে সে বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথা উল্লেখ করেন ডঃ পল।
সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত মানুষের দাবি গুলি তুলে ধরা হয় এই সেমিনারে।সাথে এবিষয়ে যাঁরা কাজ করতে ইচ্ছুক তাদের নির্বাচন করে দায়িত্ব দেওয়া হয়।এদিনের সেমিনারে উপস্থিত লিডার রেভঃ অর্পণ রানাকে এনসিসি-এর রাজ্য সম্পাদক, হাইলাইট নিউজ এক্সপ্রেস চ্যানেলের কর্ণধার তথা সম্পাদিকা ইন্দ্রানী সেনগুপ্তকে স্টেট মিডিয়া উইং-এর সভাপতি পদের জন্য এবং সিমি রানা-কে চিলড্রেন উইং-এর সভাপতি পদের দায়িত্বের জন্য নির্বাচন করা হয়।সাংবাদিক সম্মেলনে তাদের নাম ও দায়িত্ব পালনের কথা ঘোষণা করা হয়।
সরকারের কাছে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন দাবি তুলে ধরতে এবং এবিষয়ে দায়িত্ব সহকারে কাজ করার উদ্দেশ্যে দায়ভার বন্টন করাই ছিল আজকের সেমিনারের মূল বিষয়বস্তু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584