নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ডেঙ্গু নিয়ে সচেতনতা অভিযানে নামলো কোলা ইউনিয়ন হাইস্কুল।পূর্ব মেদিনীপুরের প্রায় শতাব্দী প্রাচীন বিদূ কোলা ইউনিয়ন হাইস্কুলের এন এস এস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো ডেঙ্গু নিয়ে সেমিনার এর মাধ্যমে সচেতনতা শিবির ও এলাকায় প্রচার।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বি.ডি.ও মদন মন্ডল, ডাঃ সুনন্দা মন্ডল, হেলথ সুপারভাইজার নিশিকান্ত মাইতি ও জ্যোৎস্না মান্না,আয়ুসের মেডিক্যাল অফিসার শেখ ইনতিয়াজ হোসেন,কোলা ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য, এন.এস.এস কো-অর্ডিনেটর শিক্ষিকা সীমা দাস, সহ শিক্ষিকা লিলি মুখোপাধ্যায়, শিক্ষক সুজন বেরা ও বিশ্বনাথ মাইতি।
এন.এস.এস এর প্রায় ৪৫ জন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী নিয়ে মোট ছয়টি গ্রুপ করে কোলা গ্রামের প্রতিটি বাড়িতে এই প্রচার অভিযান চালানো হয়।
আরও পড়ুনঃ ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি কোচবিহার পুরসভায়
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে কোলাঘাট ব্লকের বি.ডি.ও, কোলা অঞ্চলের প্রধান সহ সরকারি আধিকারিকরা অনেকটা সময়েই এই প্রচার অভিযানে অংশ নেন।বৃষ্টিবিঘ্নিত সকালে তাঁরাও গ্রামবাসীদের সমস্যার কথা শোনেন।আসলে এই সময় অর্থাৎ জুলাই থেকে নভেম্বর অবধি সময়কাল ডেঙ্গুর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রধান শিক্ষক জানান মানুষ যাতে ডেঙ্গুতে আতঙ্কগ্রস্ত না হয়ে ন্যূনতম সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ করেন তার জন্যই এন.এস.এস এর ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রচার অভিযান। ব্লকের বিডিও মদন মন্ডল বাবু বিদ্যালয়ের এই চিন্তা ভাবনাকে স্বাগত জানিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন।
তিনি জানান সরকারের পাশাপাশি বিদ্যালয় স্তর থেকেই যদি চিন্তা ভাবনার বদল ঘটতে থাকে তাহলে সমাজ দারুণভাবে উপকৃত হবে। কোলা অঞ্চলের প্রধান সুব্রতবাবু জানান আমরা বিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের এই কাজে ভীষন খুশি।
তারা আগেও এই ধরনের কাজে এগিয়ে এসেছে। তাই আমরা বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আগেও পাশে ছিলাম এখনো আছি। সেমিনারে ডেঙ্গু নিয়ে মূল বক্তব্য রাখেন নিশিকান্ত মাইতি ও শেখ ইনতিয়াজ হোসেন।
এরপরই প্রচার অভিযান শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই এই কাজ চলতে থাকে। ডেঙ্গু সংক্রান্ত প্রচারপত্র বিলি ও জনসাধারণকে সচেতন করাই ছিল মূল লক্ষ্য।
পাশাপাশি বাজার এলাকায় ও যেসব পরিবারের কোনো সদস্য তামাক জাতীয় নেশায় আসক্ত – সেই সকল পরিবারেও ডেঙ্গুর পাশাপাশি তামাক বিরোধী প্রচারও করা হয়।
এছাড়া এলকার বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছাড়ানো হয়। এলাকাবাসী বিদ্যালয়ের এই প্রয়াসে খুশি। আগামীদিনেও যাতে ছাত্র ছাত্রীরা বিভিন্ন সচেতনতামূলক প্রচারে এই ভাবে এগিয়ে আসে সে বিষয়ে তারা আশাবাদী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584