ঢাকার বিশেষ আদালতে গুলশান হামলায় অভিযুক্ত সাত জঙ্গির মৃত্যুদণ্ড

0
59

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

২০১৬ সালের ঢাকার অভিজাত এলাকা গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় সাতজন জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি বিশেষ আদালত। বুধবার দুপুরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এ, এই রায় ঘোষণা করা হয়।

Seven militants get death in special court of dhaka | newsfront.co
সংবাদ চিত্র।

তিন বছর আগে ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে অভিজাত রেস্তোরাটিতে জঙ্গিদের হামলায় ১৮ জন বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হয়।

নিহতদের মধ্যে নয় জন ইতালির, সাত জন জাপানের, তিন জন বাংলাদেশি, যাদের একজনের দ্বৈত নাগরিকত্ব ছিল এবং এক জন ভারতীয় নাগরিক। এছাড়া দুইজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছিলেন জঙ্গিদের গুলিতে।

সাতজন জঙ্গি– জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে রাশ, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান, মামুনুর রশিদ রিপন এবং শরিফুল ইসলাম খালিদ।

আরও পড়ুনঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘেরাও

তবে মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে অভিযুক্তকে খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণা করে বিচারক জানিয়েছেন, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সর্বাধিক চেষ্টা করা হয়েছে। মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গোষ্ঠির দৃষ্টি আকর্ষণ করা এবং জনসাধারণের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য ওই হামলা চালানো হয়েছিল বলে আদালত সূত্রে খবর।

জানা গেছে, এই রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ঢাকা-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here