নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
টাটা সন্স-এর একজিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরছেন সাইরাস মিস্ত্রি। তিন বছর পর জয় হল তাঁর। পিটিআই সূত্রে জানা গেছে, টাটা সন্সের এগজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরানো বেআইনি ছিল। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের নির্দেশে (এনসিএলএটি) সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হল।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে কৈলাস বিজয়বর্গীয়কে ঘিরে ধুন্ধুমার, ভিডিও প্রকাশ টুইটারে
এক বছর আগেই ট্রাইবুনাল নির্দেশ দিয়েছিল, সাইরাস মিস্ত্রির মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে তাঁর শেয়ার বিক্রির জন্য চাপ দিতে বা বাধ্য করতে পারবে না টাটা সন্স। বুধবার সেই মামলায় সাইরাস মিস্ত্রির পক্ষেই রায় দিল ট্রাইবুনাল।
২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা সরে দাঁড়ানোর পর টাটা গ্রুপের এগজিকিউটিভ চেয়ারম্যান হন সাইরাস মিস্ত্রি। এর পর ২০১৬ সালের অক্টোবরে তাঁকে সেই পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় সংস্থার বোর্ড অব ডিরেক্টর্স।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584