বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ যৌথ অভিযান চালায় বাংলা অসম সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের বন দফতর ও অসম বন দফতরের কর্মীরা।
এরপর সেখানে পাঁচ পাচারকারী আটক করা হয়। এরপর জিজ্ঞেসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য।গ্রেপ্তার করা হয় ওই পাঁচজনকে। ধৃতদের নাম বিনানদীপ রে(৩৬) দিম্বেশর রে(৪৩) বেবিলন নারজারি(৩৪) প্রভাব নারজারা(৫৫) ইশক নারজারি (৪৩)। ধৃত পাঁচ জনই অসমের বাসিন্দা।
এই বিষয়ে উওরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্কফোর্স রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন যে,আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল যে অসমে একটি রয়্যাল টাইগারকে গুলি করে মারা হয়েছে।রয়াল বেঙ্গল বাঘের চামড়া,নখ,সহ দেহাংশ পাচারের চেষ্টা করছে।
আরও পড়ুনঃ সীমান্ত বাহিনীর গুলিতে মৃত বাংলাদেশী গরু পাচারকারী
এরপর এই বিষয়টি আমরা আমাদের উর্ধতন কতৃপক্ষকে জানাই।আমরা অসম বন বিভাগের সঙ্গে যোগাযোগ করি।এরপর সূত্রের মাধ্যমে ক্রেতা সেজে বন্যপ্রাণীদের দেহাংশ পাচারকারীদের সঙ্গে সংযোগ করা হয়।এরপর শনিবার পাচারকারীদের দেওয়া নির্দিষ্ট স্থানে ক্রেতা সেজে অপেক্ষা করতে থাকি। সেই সময় আসাম নম্বরের একটি এম্বুলেন্স করে পাচারকারীরা আসে।তাদের আটক করা হয়।
তবে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া সহ দেহাংশ উদ্ধার তা হলেও।এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ধৃত পাঁচজন তা তাদের মোবাইল ফোন থেকে তথ্য মিলেছে।
এর পাশাপাশি জানা গিয়েছে যে,উদ্ধার হওয়া বেঙ্গল টাইগারের চামড়া নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হত বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।ধৃতদের অসম বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584