সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

গোখড়ো কেউটে সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।স্কুল চলাকালিন পাঁচ ফুট লম্বা সাপ ধরল স্কুলের সহকর্মীরা।নামখানা ব্লকের বকখালি রেঞ্জারের নারায়নীতলা ধনেশ্বর শিক্ষিসদন স্কুলের ঘটনা।অভিযোগ স্কুল চলাকালিন বাগানে গর্জনের শব্দে হতবম্ভ হয় স্কুল পড়ুয়া থেকে স্কুলের কর্মীরা।


আরও পড়ুনঃ বিষাক্ত সাপের ছোবলে গুরুতর অসুস্থ দুই মহিলা
অরুপ কুমার পাত্র সাপটিকে ধরে।পরে বনদফতরের হাতে তুলে দিতে বকখালি রেঞ্জারে নিয়ে যায়।সেখানে দফতর সাপটি নিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ।সময় মতো দফতর না খোলায় সাধারন মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে।
সুস্থ জীবনে ফেরাতে নিজের জীবন ঝুঁকি নিয়ে যে সাপটি ধরল অরূপ বাবু অবশেষে সাপটি রাখল পরিতক্ত পাত্রে।সাপের জীবন সংশয় নিয়ে উঠছে প্রশ্ন। সচর আচার এই সুন্দরবনে দেখা মেলেনা গোঘরো কেউটের।তার উপর অজত্নে রেখে দেওয়ার পর প্রশ্ন উঠেছে বনদফতরের কাজ নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584