নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাখাল বালকদের সহযোগিতায় বিশালাকার এক ময়াল সাপকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে নিয়ে এলো বনদফতর কর্মীরা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার সাতবিন্দা এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বন দফতরের গড়বেতা রেঞ্জের অধীন সাতবিঁন্দা গ্রামের কিছু যুবক গোরু চরাতে গিয়েছিল গ্রামের পাশ এক ইউক্যালিপটাস জঙ্গলে।সেখানে গরু চরানোর সময় এক রাখাল লক্ষ্য করে যে এক বিশালাকার ময়াল সাপ ঘোরাঘুরি করছে।
সাপটিকে দেখতে পেয়েই সে তার সঙ্গী সাথী দের ডাকে।তারাই বনদফতরের খবর দিলে ঘটনাস্থলে বনকর্মীরা উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ ডেবরায় বিষাক্ত সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বিশালাকারের এই ময়াল সাপটিকে দেখার জন্য ভীড় জমায় একাকাবাসী।বনকর্মীরা জানিয়েছেন এই সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়লে নিশ্চিত মৃত্যু হতো।
রাখালেরা বনদফতরে খবর দিয়ে একটি প্রাণ রক্ষা করেছে।তারা জানান সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।পাশাপাশি কিভাবে সাপটি এখানে এলো তাও দেখা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584