বৈদ্যুতিক শকে মৃত সন্তান,আহত পিতা

0
60

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the son dead on electric shock
মৃত সৌরভ দাস।ফাইল চিত্র

দোকান বন্ধ করতে গিয়ে ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে মৃত সন্তান,ছেলেকে বাঁচাতে এসে গুরুতর আহত পিতা চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা খড়গপুর বাসস্ট্যান্ডের কাছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টা নাগাদ ব্যবসা শেষে বাড়ি ফেরার সময় দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুতের শক লেগে মৃত্যু হয় সৌরভ দাস (২০) নামের নামের এক যুবকের।আহত সনাতন দাস(৩৮)কে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।সনাতন পেশায় ব্যবসায়ী এগরা পুর এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

আরও পড়ুনঃ জামাইষষ্ঠী সেরে বাড়ি ফিরে তড়িতাহত হয়ে মৃত্যু যুবকের

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে ঝড়বৃষ্টি হওয়ার ফলে ইলেকট্রিক না থাকায় অন্ধকার হয়ে পড়ে গোটা এলাকা।পরে বেশকিছুক্ষন সময় অতিক্রম হওয়ার পর দোকান বন্ধ ক‍রার সময় ইলেকট্রিক এলে গোটা দোকান ইলেকট্রিক হয়ে পড়ে,আর তা বুঝতে না পেরে তাতে হাত দিয়ে দেয় সৌরভ। ইলেকট্রিক শকে আহত হয় সে এই ঘটনা দেখতে এসে ছুটে আসে তার বাবা।তিনিও জড়িয়ে যান একই সঙ্গে।এই ঘটনার সকলের নজরে আসতে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৌরভকে মৃত বলে ঘোষণা করে।

আক্রান্ত সনাতন বাবুকে সুপার স্পেশালিটির আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here