নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আগামী ১২ ই মে ষষ্ঠ দফার নির্বাচন।পঞ্চম দফার নির্বাচন পর্যন্ত এরাজ্যের বিরোধী দল গুলি ভোটে সন্ত্রাসের অভিযোগ বারংবার এনেছে শাসক দলের বিরূদ্ধে।নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছেন বিভিন্ন বিরোধী দল। একই সঙ্গে আগামী ষষ্ঠ দফায় সন্ত্রাসমুক্ত নির্বাচনের দাবিও জানিয়েছেন বিরোধী দলের প্রার্থীরা।
আরও পড়ুনঃ ডেপুটি কমিশনের চেয়ারে সংবর্ধিত আইএসসি’র চতুর্থ পুলিশ কন্যা রিচা
তাই আগামী ষষ্ঠ দফার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে আজ পশ্চিম মেদিনীপুরে এলেন স্পেশাল পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।এদিন সকাল ১১ টা নাগাদ তিনি হেলিকপ্টারে করে এসে সার্কিট হাউসে নামেন। সেখানে সর্বদলীয় বৈঠক করেন শ্রী দুবে।
এরপর তিনি জেলা নির্বাচন দপ্তরে পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।শেষে সাংবাদিকদের জানান,বিভিন্ন রাজনৈতিক দলের দাবি ছিল অবাধ ও শান্তিপূর্ণ ভোটের। ভোটাধিকার হল মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এখানে অনেকে ভোট দিতে পারছেন না।
আগামী নির্বাচনে যাতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে,তার জন্য আইন শৃঙ্খলা আরো কড়াকড়ি করা হবে। বাড়ানো হবে মোবাইল পেট্রোলিং,এছাড়াও ষষ্ঠ দফা নির্বাচনের ৭৪০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান বিবেক দুবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584