সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো পাথরপ্রতিমা বিদ্যুৎ দফতর কর্মচারী। পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ট্রান্সফর্মার রয়েছে।এলাকায় লাইন সিরিজ হওয়ায় স্থানীয় ব্যক্তি বিদ্যুৎ অফিসের ডকেট করেন।
ডকেট পাবার পরে পাথরপ্রতিমা বিদ্যুৎ দফতরের লোকজন কাজ করার জন্য আসেন। নিয়মমাফিক ট্রান্সফরমারের মেন লাইন ফেলে দিয়ে তারপরে কাজ করার জন্য ওঠেন,হঠাৎ দেখা যায় তড়িতাঘাতে নিচে পাঁচিলের ওপর পড়ে যান ১০০ ফুটের মধ্যে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকায়,সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়,চিকিৎসার ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বিদ্যুৎকর্মী গৌর মন্ডল।
আরও পড়ুনঃ বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ এলাকাবাসীর
এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন।বিদ্যুৎ কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন এলাকার কোন ব্যক্তির দুটি ট্রান্সফর্মার থেকে হুক করে ঘরে লাইন নিয়েছেন। এই ট্রান্সফরমারের মেল লাইন অফ করলেও দূরে থাকা অপর ট্রান্সফরমারের লাইন এই লাইনে বেঁকে চলে আসে তার জন্যই এত বড় অঘটন ঘটে।
এলাকার মানুষ গুরুদাসপুর গ্রামের বাড়ি বাড়ি তদন্ত চালিয়ে জানতে পারে এলাকার এক ব্যক্তি দুটি ট্রান্সফরমারের লাইন হুক করে চুরি করে নিয়েছেন।তবে বাড়িতে গিয়ে দেখা যায় কেউ নেই তবে এই নিয়ে বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়েছেন অফিসে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584