শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এক সময়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমস্ত স্বাস্থ্যবিধি মেনেও করোনা আক্রান্ত হয়ে পড়ছিলেন ব্যাংক কর্মী-আধিকারিকরা। সেই কারণে ব্যাংক কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে শনি ও রবিবার করে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।
তবে রাজ্যে সুস্থতার হার বাড়ায় এবার সেই সিদ্ধান্তের বদল ঘটল।নবান্নে রাজ্যের অর্থদফতরের তরফ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগের মতোই শনিবারও পরিষেবা পাবেন গ্রাহকরা। তবে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক পরিষেবা আগের মতই বন্ধ থাকবে।
প্রসঙ্গত, ২০ জুলাই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউন ঘোষণা হওয়ার পরই ব্যাংকের নিরাপত্তার কথা মাথায় রেখে জানানো হয়, যে আপাতত শনি ও রবি দু’দিন করেই ব্যাংক বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ ‘একদিনে ট্রেড লাইসেন্স’ আজ থেকে চালু করল কলকাতা পুরসভা
বাকি দিনগুলিতে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত কাজ করবে ব্যাংক। প্রতি সপ্তাহেই ৫ দিন করে কাজ হবে। একই সঙ্গে গ্রাহক পরিষেবার সময়ও কমিয়ে দেওয়া হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584