ক্রেতা সেজে গহনা চুরি,ধৃত মহিলা

0
118

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the stolen jewelry | newsfront.co
ধৃত মহিলা।নিজস্ব চিত্র

ক্রেতা সেজে এসে সোনার দোকানে লক্ষাধিক টাকার গহনা চুরি।সিসিটিভি ফুটেজ দেখে দোকানদার হাতে নাতে ধরে ফেলেন ঐ মহিলা চোরকে।

the stolen jewelry | newsfront.co
নিজস্ব চিত্র

এমন ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার শ্যামপুরে শনিবার রাতে।দোকান মালিক দেবাশিস পাল বলেন, “আমার ২টি দোকান আছে।প্রথমে ঐ মহিলা শ্যামপুরে এক গহনার দোকানে এসে সোনার জিনিস পত্র দেখতে চান এবং সমস্ত জিনিস দেখানো হয়,অন্যান্য ক্রেতাদের মতো কিন্তু ঐ মহিলা ১ টি সোনার চেন দেখতে চান ও দেখে ও ২ টি কানের দুল নিয়ে নেয়।”

আরও পড়ুন: ফাঁসিদেওয়ায় লক্ষাধিক টাকার চুরির ইলেকট্রিক সরঞ্জাম উদ্ধার,গ্রেফতার ১

the stolen jewelry | newsfront.co
দেবাশীষ পাল,দোকানের মালিক।নিজস্ব চিত্র

দোকান বন্ধের সময় হিসাব করতে গিয়ে দেখা যাচ্ছে যে হিসাব পাওয়া যাচ্ছে না,সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখা যাচ্ছে যে ঐ মহিলা জিনিস নিয়েছে,আর শনিবার আবার রাতে শ্যামপুরে একটি জুয়েলার্স দোকানে আসে আগের দিনের মতো এসে সমস্ত জিনিস পত্র দেখতে চান ও দেখানো হয় এবং সন্দেহ হয় মহেশতলা থানা ও আশেপাশের দোকানদারদের ডাকা হলে ঐ মহিলা চাপে পড়ে সমস্ত কিছু স্বীকার করে নেয়।

ও মহেশতলা থানার পুলিশ এসে ঐ মহিলাকে আটক করে ও পরে গ্রেফতার করে,আজ মহিলাকে আলিপুর কোর্টে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here