নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যে এক দিকে যেমন বিরোধী রাজনৈতিক দলগুলি পুলিশ প্রশাসনকে বর্তমান শাসকদলের দলদাস ছাড়াও একাধিক অভিযোগ তুলে নানান ভাবে আক্রমণ করতে ছাড়ে না অন্যদিকে সেই পুলিশ প্রশাসনই মানুষের সেবার জন্য কর্মরত।
আর সেই চিত্রই উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের দফতর থেকে।দীর্ঘ দিন ধরে মেদিনীপুর শহর ও শহর লাগোয়া এলাকা থেকে বহু মোবাইল ছিনতাইয়ের অভিযোগ জমা পড়ছিল বিভিন্ন থানায়,এরপর সেই তদন্তে নেমে জেলা পুলিশ আধিকারিক বহু মোবাইল উদ্ধার করে।
আরও পড়ুনঃ ‘প্রত্যাপর্ণের’ মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
সোমবার সেই উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকের কাছে পৌঁছে দেয় জেলা পুলিশ।এ দিন মোট ৩৬ টি মোবাইল হাতে তুলে দেয় জেলা পুলিশ।জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, “আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে আগামী দিনে আরও কিছু মোবাইল ছাড়াও অন্য সামগ্রীর পেলে ফিরিয়ে দেব মালিকদের হাতে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584