তারের ফেন্সিং বাঁকিয়ে সদ‍্য রোপণ করা চারাগাছ চুরি

0
73

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

stolen of tree sapling | newsfront.co
নিজস্ব চিত্র

অভিনব চুরির ঘটনা ঘটলো মেদিনীপুর শহরে।মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গত রবিবার কলেজ কলিজিয়েট মাঠের চারদিকে প্রাচীরের গায়ে গোটা কুড়ি চারাগাছ লাগিয়ে লোহার তারের ফেন্সিং দিয়ে ঘিরে ,ফেন্সিং গুলোর গোড়ায় সিমেন্ট দিয়ে মজবুত করে দেওয়া হয়েছিল। কাল সকালে জল দেওয়ার সময় সব কটি গাছ ছিল।

সম্ভবত সোমবার রাতে কেউ বা কারা এই গাছ গুলো নিয়ে গেছেন। মঙ্গলবার সকালে সদ‍্য রোপণ করা গাছ গুলিতে জল দিতে এসে কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, সুদীপ কুমার খাঁড়া, মৃন্ময়ী খাঁড়া,মণিকাঞ্চন রায়,সুভাষ জানা, স্নেহাশীষ চৌধুরীরা লক্ষ্য করেন তাঁদের লাগানো গাছ গুলির মধ্যে পাঁচটি দেবদারু গাছ কেউ বা কারা ফেন্সিং এর কাঠামো গুলোকে বাঁকিয়ে নীচের দিক থেকে গাছ বের করে নিয়ে গেছে।

 stolen of tree sapling | newsfront.co
নিজস্ব চিত্র

কুইজ কেন্দ্রের পক্ষে সুদীপ খাঁড়া, সুভাষ জানাদের আবেদন, “যাঁরা গাছ গুলো নিয়ে গেছেন,তাঁরা তাঁদের বাড়ির ফাঁকা জায়গা বা অন্যত্র সেগুলো লাগিয়ে দিন ,নষ্ট করবেন না। আর যদি গাছ লাগলে আমাদের বলতে পারতেন আমরা ব‍্যবস্থা করে গাছ দিয়ে দিতাম।”

আরও পড়ুনঃ বৃক্ষরোপণ সহ সদস্যপদ অভিযানে বিজেপি

 stolen of tree sapling | newsfront.co
রাতারাতি চুরি গেছে চারাগাছ।নিজস্ব চিত্র

মণিকাঞ্চন রায় বলেন, যাঁরা গাছ চান তাঁরা সকালে কলেজে মাঠে হাঁটতে আসা আমাদের কুইজ কেন্দ্রের রিংকু চক্রবর্তী,সুভাষ জানাদের সাথে যোগাযোগ করতে পারেন।না হলে প্রতি রবিবার কুইজ কেন্দ্রের মানবিক দেওয়ালে আসুন সেখানেও চারাগাছ বিতরণ করা হয়।”

উল্লেখ্য দেবাদারু,শাল,মেহগনি,কৃষ্ণচূড়া জাতীয় গোটা কুড়ি গাছ কুইজ কেন্দ্রের পক্ষ থেকে কলেজ মাঠের ধারে লাগানো হয়েছে এবং প্রচন্ড দাবদাহের কারণে প্রতিদিন সকালে জল দিয়ে সেগুলো জল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে।

কলেজ মাঠে প্রাতঃভ্রমণে আসা মানুষজন যেমন কুইজ কেন্দ্রের উদ্যোগকে বাহবা দিচ্ছেন , তেমনি লোহার তারের সিমেন্ট বাঁধানো ফেন্সিং এর ভেতর থেকে এভাবে গাছ খোয়া যাওয়ায় তাঁরা হতবাক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here