বিয়ের রেজিস্ট্রি শংসাপত্র হাতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় যুবতী

0
36

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

strike of girls for wedding | newsfront.co
নিজস্ব চিত্র

উত্তরবঙ্গের হিরো ধুপগুড়ির অনন্তের ধর্ণা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। কিছুদিন পর পরই ধর্ণায় বসার খবর সামনে আসে শুরু হয়।এবার ফের ধর্ণায় বসার ঘটনা সামনে আসলো,তবে এবার ছেলের জায়গায় মেয়ে।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রামে একটি মেয়ে ধর্ণায় বসেছে আজ মঙ্গলবার বিকেল থেকে।

সামাজিক বিয়ে করে ঘরে তোলার দাবিতে ধরনায় বসল প্রেমিকা।অভিযোগ দীর্ঘ প্রেমের পর রেজিস্ট্রি বিয়ে করেন দুজন।এরপর বিভিন্ন জায়গায় রাত্রিবাসও করেন দুজনে।তার পরও তাকে ঘরে তুলছেনা ও সামাজিক বিয়েও করছেনা প্রেমিক।

strike of girls for wedding | newsfront.co
বৃষ্টিতে ত্রিপল এর নিচে বসে চলছে ধর্ণা।নিজস্ব চিত্র

এই অভিযোগ তুলে রেজিস্ট্রি বিয়ের শংসাপত্র নিয়ে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ দেওগাঁওয়ে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসল ধূপগুড়ির সাঁকোয়াঝোরার এক যুবতি ।আর এই পরিস্থিতি দেখে বেপাত্তা ছেলে ও ছেলের বাড়ির লোকজন।

আরও পড়ুনঃ চিকিৎসকের বাড়ির সামনে ধর্ণায় বসলেন নিঃসন্তান দম্পতিরা

ধর্ণায় বসা ওই যুবতি কে দেখতে ভিড় জমায় এলাকার বহু লোকজন। খবর লেখা পর্যন্ত ধর্ণা চলছে প্রেমিকার।এরই মঝে প্রকৃতি বাঁধ সাধে, শুরু হয় বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টি।তবে এর পরেও টলানো যাবে কি প্রেমিকাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here