নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জয়েন্ট ফোরামের ডাকা তিন দিনের বাগান বনধ ক্রমশ পরিধি বিস্তার করছে। জোরালো হচ্ছে আন্দোলনের ধাঁচ। নতুন করে বনধের দ্বিতীয় দিনে সামিল হল দুটি বাগান।তৃতীয় অর্থাৎ শেষ দিনে ও আরো কয়েকটি বাগান বনধের সামিল হবার প্রস্তুতি নিচ্ছে।দ্বিতীয় দিনে বনধের সমর্থক সামিল হল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নাংডালা ও গোপালপুর চা বাগান। তবে নাংডালা চা বাগানে বনধের ব্যাপক সাড়া পড়লেও গোপাল পুর চা বাগানের আংশিক সাড়া পরেছে।
অপর দিকে শেষ দিনে হান্টা পাড়া ও গেরগেন্ডা সহ আরও কয়েকটি বাগান বনধে সামিল হবার প্রস্তুতি নিচ্ছে । এছাড়াও ফালাকাটা ব্লকের সরুগাঁও ও এথেল বাড়ি চা বাগান ও দ্বিতীয় দিনের বনধে সামিল হয়েছে।যৌথ মঞ্চের অন্যতম নেতা ও ডুয়ার্স চা বাগান ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান বলেন, শাসক গোষ্ঠীর চোখ রাঙানি উপেক্ষা করে শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ভাবে বনধে সামিল হয়েছে।তৃতীয় দিনের বনধে অবশিষ্ট দু একটি বাগান বনধে সামিল হবে বলে আশাবাদী তিনি।প্রথম দিনের মতো দ্বিতীয় দিন বনধ সার্থক বলে দাবী করেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584