সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
তড়িতাহত হয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার উত্তর চণ্ডী আলিপুরে। মৃত ছাত্রের নাম অংশুমান রায়।সে রোটারি রবীন্দ্র বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র।বাবা দিলীপ রায় রাজ মিস্ত্রির যোগারের কাজ করে।মা সন্তোষি রায় লোকের বাড়িতে কাজ করে।বাড়িতে একাছিলো অংশুমান রায়।দিদি পারমিতা রায় মামার বাড়িতে গিয়েছিলো।
আরও পড়ুনঃ রোগীমৃত্যু ঘিরে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা
বাড়িতে ফিরেছে, অংশুমান জানতো না।তার দিদি বাড়িতে আসবে।নিজের জন্য রান্না করেছিলো।দিদি আসতে দিদিকে জানায় যে সে দিদির জন্য রান্না করেনি। পারমিতা জানায় ঠিক আছে বলে পাশে বাড়িতে চলে যায়।অংশুমান স্নান করে এসে ভাত খাবার জন্য ফ্যান (পাখা) ছাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়।
কিছুক্ষন পরে পারমিতা এসে দেখে যে তার ভাই দাবায়(বারান্দায়) পড়ে আছে।চিৎকার চেঁচামেচি ছুটে আসে স্থানীয় মানুষজন এসে উদ্ধার করে আমতলা গ্রামীন হসপিটালে নিয়ে এলে চিকিংসকেরা মৃত বলে ঘোষণা করে।দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুরে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজনেদের হাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584