মনিরুল হক, কোচবিহারঃ
পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে একাধিক কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।সোমবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রাবাসের কাজের শিলান্যাস করেন তিনি।
এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য আবদুল জলিল আহমেদ, কলেজের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায়, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কল্যাণী পোদ্দার সহ আরও অনেকে। জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় প্রায় ১৪ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ছাত্রাবাস গড়ে তোলা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা প্রকল্পের খতিয়ান তলব নবান্নের
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরপ্রেরনায় ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রাবাস তৈরির কাজ এদিন থেকে শুরু হল। ওই পরিকাঠামো উন্নয়ন হলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে তিনি জানান।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584