নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
২০ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র।বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ওই ছাত্রের কোনো সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।এমতবস্থায় দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার বাড়ির লোকেরা। নবম শ্রেণীর ছাত্র রহস্য জনক ভাবে নিখোঁজ হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
নিখোঁজ ছাত্রের নাম অমরজিত বর্মন (১৫)।সে কামাখ্যাগুড়ি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র আলিপুরদুয়ার জেলার উত্তর কামাখ্যাগুড়ি এলাকায় বাড়ি।গত ১৫ এপ্রিল থেকে রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায় অমরজিত।ঘটনার কয়েকদিন পর কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে মিসিং ডাইরি করে অমরজিতের বাবা মা।
বাবা তশিল বর্মন দিন মজুর, মা নির্মলা বর্মন গৃহবধূ। তার মা নির্মলা দেবী বলেন,পরিবারের আর্থিক অবস্থা খারাপ। তার উপর ছেলে ২০ দিন ধরে নিখোঁজ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। ছেলের জন্য মরিয়া হয়ে উঠেছে মা ।
আরও পড়ুনঃ পিকনিক থেকে বাড়ি ফিরে বেড়িয়ে নিখোঁজ তিন পড়ুয়া
ফিরে আসুক ছেলে এই আশায় রয়েছেন। তিনি বলেন, “মাঝে মধ্যেই ছেলে অস্বাভাবিক আচরণ করত।তার চিকিৎসাও করানো হয়েছে। তবে এভাবে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যাবে তা ভাবতে পারিনি। ছেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক ভগবানের কাছে এটাই প্রার্থনা।” কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, অমরজিতের পরিবারের তরফে মিসিং ডাইরি করা হয়েছে। ঘটনার পুলিশি তদন্ত চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584