নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এক আইনের ছাত্রী। সে অভিযোগ অস্বীকার করলেন তিনি। উত্তরপ্রদেশের বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের মামলায় সম্পুর্ন ঘুরে গিয়ে নিজের আনা অভিযোগ অস্বীকার করলেন অভিযোগকারীনি আইনের ছাত্রী।
এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে গঠিত লখনউয়ের বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন ওই তরুণী। চিন্ময়ানন্দের বিরুদ্ধে তিনি যে আদৌ কোনো যৌন নিগ্রহের অভিযোগ করেছেন ,তা সম্পূর্ণ অস্বীকার করলেন আদালতে।
এই কারণে তাঁর বিরুদ্ধেই মিথ্যাচারের অভিযোগ আনেন সরকারি আইনজীবী। বিচারকের কাছে ফৌজদারি আইনের ৩৪০ ধারায় ওই তরুণীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জি জানান সরকারি আইনজীবী। তরুণীকে উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার এই আবেদনের শুনানি।
আরও পড়ুনঃ প্রায় চোদ্দ মাস পর মুক্ত মেহবুবা মুফতি
উত্তরপ্রদেশের শাহজাহানপুরে চিন্ময়ানন্দের তৈরি এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ছিলেন ওই তরুণী। এক বছরের বেশি সময় ধরে সেখানেই তাঁকে যৌনহেনস্থা ও ধর্ষণ করেন চিন্ময়ানন্দ, অভিযোগ করেছিলেন ওই ছাত্রী।
৫ সেপ্টেম্বর ২০১৯, চিন্ময়ানন্দের বিরুদ্ধে এফআইআর করেন ওই ছাত্রী। তার এক সপ্তাহ আগে ওই ছাত্রীর নিখোঁজ হয়ে যায় বলে অভিযোগ করেছিলেন তাঁর বাবা। চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয় ছাত্রীর পরিবারের তরফেও। তারপরে ২০ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় চিন্ময়ানন্দকে।
আরও পড়ুনঃ লকডাউনে ভারতে বেড়েছে শিশুপাচার
পরে বিজেপি সাংসদের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেছেন অভিযোগকারী তরুণী এমন অভিযোগে এই ছাত্রীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তদন্তের জন্য সিট গঠন করা হয়। গত ডিসেম্বর মাসে ওই তরুণীর জামিনের নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট।
নেতা ও ছাত্রী দু’জনেই দু’জনকে ব্যবহার করার চেষ্টা করেছে। তাই ছাত্রীকে জামিন দিলে চিন্ময়ানন্দর জামিনেও কোনও অসুবিধা নেই, তাই এই বছর ফেব্রুয়ারি মাসে বিজেপি নেতা চিন্ময়ানন্দকেও জামিন দেয় আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584