আরএসএস চালিত স্কুল পড়ুয়াদের মুখে বাবরি ধ্বংসের জয়ধ্বনি

0
58

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

আরএসএস দ্বারা চালিত কর্নাটকের কাল্লাডকা অঞ্চলের স্কুল ‘রাম বিদ্যাকেন্দ্র হাইস্কুল’ এ গত রবিবার একটি নাটক মঞ্চস্থ হয়। নাটকের বিষয় বস্তু ছিল ‘বাবরি মসজিদের পতন’। জানা গেছে, ১১-১২ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছিল।

 students Shout destruction of Babri | newsfront.co
নাটকের মহড়া। চিত্র সৌজন্যঃ দ্য নিউজ মিনিট

একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘের নেতা প্রভাকর ভাট উক্ত স্কুলটি পরিচালনা করেন। ভাট প্রসঙ্গে সাংবাদিক গৌরী লঙ্কেশ বলেছিলেন, ভাটের নেতৃত্বে গেরুয়া রাজনীতি অত্যন্ত সুসজ্জিত ভাবে কাল্লাডকা থেকে উডিপি-র দিকে ধীরে ধীরে বিস্তৃত হয়েছে।

আরও পড়ুনঃ দেশের বাইরেও সিএএ বিরোধী বিক্ষোভ, শাহ-মোদী নিন্দায় মুখর পরিচালক-অভিনেতারা

ইতিমধ্যেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বাবরি মসজিদ ধ্বংসের স্থানে রাম মন্দির চার মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে।

ওই গণমাধ্যম থেকে আরও জানা গেছে, রবিবার দিন মঞ্চস্থ হওয়া নাটকের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও তে দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা সাদা-গেরুয়া বসনে বাবরি মসজিদের একটি পোস্টারের দিকে সবাই মিলে ছুটে এসে সেটি ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং সেখানে একটি ‘রাম মন্দির’ গড়ে তুলছে। সাথে ভয়েস ওভারে একজন ভাষ্যপাঠ করছে, “উৎসাহী হনুমান ভক্তরা, হনুমানের রাগ সঞ্চয় করে বাবরি মসজিদ ধূলিস্যাৎ করল… বল রামচন্দ্র কি… জয়!”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here