সুদীপ পাল, বর্ধমানঃ
দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুর্গাপুরের ঐশী ঘোষ। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত শহরের বাম নেতৃত্ব।
একইসাথে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেতারাও। গত ৬ সেপ্টেম্বর ভোট গণনা হয়েছিল দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল সভাপতি পদে জিততে চলেছেন এসএফআইয়ের ঐশী। তাঁর মা শর্মিষ্ঠাদেবী জানান, সংগঠনের কাজে ২২ সেপ্টেম্বর কেরলে যাবেন তিনি।
ফিরবেন পরের দিন। ২ অক্টোবর দুর্গাপুরে তাঁর আসার কথা। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, দুর্গাপুর স্টেশনে পৌঁছালে ঐশীকে গণসংবর্ধনা দেওয়া হবে। দিল্লির দৌলতরাম কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনা করার সময় এসএফআইয়ের সাথে যুক্ত হন তিনি।
আরও পড়ুনঃ ছাত্রীদের সাফল্যে গর্বিত স্কুল
২০১৬ সালে জেএনইউতে ভর্তি হন তারপর। ঐশীর বাবা দেবাশিসবাবু এখন ডিভিসির রঘুনাথপুরের তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত। পড়াশোনার সাথে সাথে ছাত্র-ছাত্রীদের স্বার্থে আন্দোলন চালিয়ে যাক তাঁর মেয়ে এমনটাই তিনি চান।
এসএফআইয়ের জেলাসম্পাদনা মৈনাক চট্টোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন ঐশীসহ বাম ছাত্র প্রতিনিধিদের। তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি অভিনন্দন জানিয়ে বলেন, ঐশীর এই সাফল্যে জেলার মানুষ হিসেবে তাঁরা গর্বিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584