ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
২০০২ সালে গুজরাট দাঙ্গায় ২২ বার ধর্ষণের শিকার বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । লাইভ ল সূত্রে খবর ,গুজরাট সরকার কে ৫০ লক্ষ টাকা ক্ষতি পূরণের পাশাপাশি বিলকিস বানোকে পছন্দমত জায়গায় তার বাসস্থান নির্মাণ করে দেওয়া ও তার জন্য একটা সরকারি চাকরির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ২০০২ সালের ৩ রা মার্চ গুজরাট হামলার সময় গুজরাটের দাহদের বাসিন্দা ২১ বছরের বিলকিস বানো কে একদল দাঙ্গাবাজ মোট ২২ বার ধর্ষণ করেছিল।একই সাথে ওই মর্মান্তিক দাঙ্গায় খুন করা হয়েছিল তার পরিবারের ১৪ জন সদস্য। দাঙ্গাবাজদের হাত থেকে রেহাই মেলেনি তার তিন বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে সালেহা বানোর ।পাথর দিয়ে মাথা থেঁতলে সালেহাকে খুন করা হয়েছিল ঐদিন।
যদিও এই ঘটনার জেরে ২০০৮ সালের ২১ শে জানুয়ারি ১১ জন অপরাধী আদালত কর্তৃক যাবজ্জীবন সাজা পায় । কিন্তু এই মামলায় বিলকিস বানোর জন্য আলাদাভাবে কিছু ভাবা হয়নি।তারপর থেকে যাযাবর জীবন বৃত্তি শুরু হয় বিলকিস।
আরও পড়ুনঃ বর্তমানের কর্মস্থল পরিবর্তন
গত মার্চ মাসে বিলকিস বানুকে ৫লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব জানায় গুজরাট।তাতে রাজি হননি বিলকিস।মামলা চলতে থাকে সুপ্রিম কোর্টে।সেই মামলার শুনানি রায় ঘোষণা করে আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চ জানায়,”২১ বছরের বিলকিসকে শুধুমাত্র ২২ বার ধর্ষণই করা হয়নি, নৃশংস ভাবে খুন করা হয়েছিল তাঁর তিন বছর দু’মাসের মেয়েকেও।তার পর থেকেই যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন বিলকিস।এখন তাঁর ৪০ বছর বয়স।তাঁর পরিবারের আর কেউ বেঁচে নেই।পড়াশোনাও তেমন জানেন না।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার দয়ায় বেঁচে রয়েছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584