হাসপাতাল থেকে ফেরার জালনোট কারবারে অভিযুক্ত

0
19

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার ফাঁক গলে পুলিশ সেল থেকে পালিয়ে গেল জালনোটের কারবার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবক।

কলেজ হাসপাতালে পুলিশ সেলের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। জানা যায়, পলাতক অভিযুক্তের নাম আলম শেখ।

ফাইল চিত্র

কাটোয়া থানার গাঙ্গুলিডাঙ্গায় তার বাড়ি। জাল নোট পাচারের অভিযোগে মন্তেশ্বর থানার পুলিশ গ্রেফতার করেছিল এই যুবককে। আদালতে পেশ করে যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। হেফাজতে থাকার সময় অসুস্থ হয়ে পড়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হাসপাতালে পুলিশ সেলে তাকে রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ লোনের নামে প্রতারণা, অভিযুক্তদের ধরল স্থানীয়রা

মন্তেশ্বর থানার পুলিশ ২৫টি দুই হাজারের জালনোট রাখার অভিযোগে কেতুগ্রাম থানার পালিটা গ্রামের বাসিন্দা খাজু থান্ডারকে গ্রেপ্তার করেছিল।

জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আলম শেখের নাম। এরপর পুলিশ গ্রেপ্তার করে আলমকে। পুলিশ সেল থেকে আলম কিভাবে পালিয়ে গেল তা নিয়ে রহস্য রয়েছে। পুলিশ সেলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা কি করছিলেন এই প্রশ্ন উঠছে। পাশাপাশি দুষ্কৃতী পালানোর ঘটনায় সিসি ক্যামেরার নজরদারি কতটা ছিল তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here