নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় চত্বর এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পর আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেয় আন্দোলন চলাকালীন ‘ভ্যান্ডালিজম’-র ফলস্বরূপ বিশ্ববিদ্যালয় চত্বর যে পরিমাণ অপরিস্কার ও নোংরা হয়েছে তা নিজেরাই সাফ করার।
গতকাল মহঃ রিয়াজ নামে এক শিক্ষার্থী ফেসবুকে একটি ভিডিও শেয়ার করার পরে সেটি নেটিজেনদের মধ্যে বেশ ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় কয়েকজন শিক্ষার্থী মিলে বিশ্ববিদ্যালয়ে চত্বরের মূল রাস্তায় পড়ে থাকা আবর্জনা পরিস্কার করছেন।
ভিডিও সৌজন্যঃ ফেসবুক, মহম্মদ রিয়াজ।
নেটিজেন মহলে বিষয়টি অনেককেই উদবুদ্ধ করেছে। অনেকেই বলছেন এ যেন মোদী সরকারের মুখেই ‘স্বচ্ছ ভারতের’ ঝামা ঘষে দেওয়ার মতো ব্যাপার। যে আন্দোলনকারীরা পুলিশি অত্যাচারে এতটা জর্জরিত হলেন, তাঁরাই সচেতন নাগরিক হিসেবে দায়িত্বের সাথে রাস্তাঘাট পরিস্কার করলেন। এ যেন অনেকটা চিমটা দিয়ে তির তুলে বের করার মতো ব্যাপার।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে ছাত্র-পুলিশ বিক্ষোভের পিটিশন জারি আজ
জামিয়া সহিংসতার সর্বশেষ বিকাশে, নাগরিকত্ব (সংশোধন) আইনের প্রতিবাদ চলাকালীন কমপক্ষে ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল। একজন প্রবীণ পুলিশ কর্মকর্তা বলেছেন, “গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে তিনজন আগে থেকেই বদ চরিত্রের কারণে কুখ্যাত ওই এলাকায়। তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। তারা কেউ জামিয়া শিক্ষার্থী নয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584