সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ব্লকে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয় গত ফেব্রুয়ারি মাসে।এক মাস হল প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে আড়াইশো জন ছাত্র ছাত্রীদের নিয়ে।
এই সাঁতারুরা এখানে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে রাজ্য,জাতীয় স্তরে প্রতিযোগিতা করতে পারবে বলে আশা করেন সাঁতারের শিক্ষিকা।
আরও পড়ুনঃ তাইকোন্ডো প্রশিক্ষণ শিবির
সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ক্যানিং এর মতো জায়গায় একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী,যা তাদের কল্পনার মধ্যে ছিল না এই বলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষিকা।
গ্রামীণ এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা সাতার শিক্ষার প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাস্থ্যকে যেমন সুন্দর সাবলীল করে ধরে রেখেছে তেমনি আগামী দিনে তারা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এটাই তাদের আশা।আজ এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ২৫০ জনের বেশি ছাত্র-ছাত্রী সাঁতার শিখছে বলে জানালেন সাঁতারের শিক্ষিকা লক্ষ্মী বেতাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584