সুদীপ পাল,বর্ধমানঃ

মশার হাত থেকে শহরবাসীকে বাঁচাতে এখন থেকেই পদক্ষেপ নেওয়া শুরু করছে বর্ধমান পৌরসভা। বর্ধমান শহরবাসীকে রেহাই দিতে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা) পুরসভাকে ১৫ লক্ষ ৪৩ হাজার টাকা দিয়েছে। পাঁচটি ফগিং মেশিন নিয়ে পুরসভার ৩৫টি ওয়ার্ড এলাকায় মশা নিধন কর্মসূচিতে নামতে চলেছে পুরসভা। মার্চ ও এপ্রিল মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি চলবে।
আরও পড়ুন: অ্যাপের মাধ্যমে দ্রুত পৌর পরিষেবা দিতে উদ্যোগী হলদিয়া পুরসভা
যেখানে রবিবার বাদ দিয়ে সপ্তাহের অন্য ছয় দিনে মশা মারার জন্য অভিযান চালানো হবে। ২০১৮সালে বর্ধমান পুরসভার বিস্তীর্ণ এলাকায় এবং পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ষাঁড়খানা গলি এলাকায় বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হন। গতবছর পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার পর স্বাস্থ্য দপ্তর ও পুরসভার মধ্যে দোষারোপের পালা শুরু হয়েছিল।
এবার আর পুনরাবৃত্ত করতে চাইছে না পুরসভা। তাই এখন থেকেই জোর কদমে তৈরি হচ্ছে। যে এককালীন ১৫ লক্ষ ৪৩ হাজার টাকা দিয়েছে সুডা তা এখন কিভাবে কাজে লাগায় পুরসভা সেটি দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584