ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
এ রাজ্যবাসীর কপাল থেকে শনি কাটিয়ে শনিবার বিকেলের মধ্যেই ‘ফণী’ পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।সূত্রের খবর ফনীর তাণ্ডবলীলায় বাংলাদেশে এখনো পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন।
তবে পশ্চিমবঙ্গে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্রের খবর।উল্লেখযোগ্য বিষয় হলো এই ফণী ঝড় নামকরণ করেছিল বাংলাদেশই।আর সেই তুলনায় সব থেকে ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত বাংলাদেশে বেশি।ওড়িশাতে ফনী ঝড়ের তাণ্ডবের কারণে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ।
আরও পড়ুনঃ ফণী’র আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে দিঘা
বাংলাদেশ আবহাওয়া দফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ সংবাদ সংস্থা এনডিটিভিকে জানিয়েছেন শনিবার সকালে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের অবস্থান ছিল ঢাকার পশ্চিমে।আর আজ সকালে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নাওখালি ও বরগুনায় দুই বছরের এক শিশুসহ পাঁচজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে ।
বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শনিবার বিকেল ৪ টে পর্যন্ত ফণী ঝড় বাংলাদেশে থাকবে এবং আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এই ফণী ঝড়টি আরো এগোবে।তবে ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ উভয় স্থানেই প্রশাসনিক তৎপরতা ছিল যথেষ্ট উল্লেখযোগ্য ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584