নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পুরানো জামাকাপড় পরেই বড়দিন পালন বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানরা। শুধু তাই নয় পুরাতন জামাকাপড় পরেই বড়দিনের দিন প্রভু যীশুর কাছে বাগান খোলার আর্জি জানাবে বন্ধ চা বাগানের বাসিন্দারা।রাত পোহালেই সবাই মেতে উঠবে বড়দিনের উৎসবে।
আর চা বলয়ের অন্য তম বড় উৎসব বড়দিন। সব জায়গায় এখন চলছে চুড়ান্ত প্রস্তুতি সব জায়গার পাশাপাশি ডুয়ার্সের কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানে চলছে বড়দিনের প্রস্তুতি গীর্জা ঘর সাজিয়ে তোলা হচ্ছে । এছাড়া চলছে বড়দিনের প্রস্তুতি।
আরও পড়ুনঃ ক্যাম্পাসে ঢুকতে না পেরে টুইটে নাগাড়ে ক্ষোভ প্রকাশ ধনকড়ের
বাগানের শ্রমিকরা জানান, যে কোনোরকমে চলছে প্রস্তুতি বড়দিনের । হাতে অর্থকরী নেই পাঁচ বছর ধরে বাগান বন্ধ দুবেলা দুমুঠো খাবার ঠিকমত জুটছে না ।
শ্রমিকরা জানান আমরা প্রভু যীশুর কাছে প্রার্থনা করবো যাহাতে শীঘ্র বাগান খুলে যায় কেননা বাগান খুললেই আমাদের সব সমস্যাজর নিবারণ হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584