নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
উৎসবের মুখে মহালয়ার দিন বন্ধ হয়ে গেল কালচিনি চা বাগান। লক আউটের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল কর্তৃপক্ষ। অন্ধকারে প্রায় দু’হাজার শ্রমিকের ভবিষ্যৎ।
শনিবার বেতনের দিন ছিল।বেতন না দিয়ে, বোনাস না দিয়ে লক আউট ঘোষণা করল বক্সা ডুয়ার্স টি কোম্পানি।
উল্লেখ্য, কালচিনি চা বাগানে গত ৩ অক্টোবর বোনাস দেওয়ার কথা এবং আজ মাসিক বেতন ও পাক্ষিক বেতন প্রদানের কথা ছিল।
গতকাল বাগান কর্তৃপক্ষ জানায় যে, তারা পাক্ষিক বেতন ও মাসিক বেতন পুজোর পর দেবে এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে গতকাল একবেলা কাজ করে ফ্যাক্টরিতে এসে বিক্ষোভ দেখাতে থাকে। কিন্তু রাত আটটা অবধি শ্রমিকরা ফ্যাক্টরিতে বসে থাকলেও বাগানের ম্যানেজমেণ্টের কোনো দেখা মিলেনা।
আজ সকালে পুনরায় শ্রমিকরা ফ্যাক্টরি সামনে জমায়েত হয় কিন্তু বাগানে কোনো ম্যানেজমেণ্ট দেখা না মেলায় তারা হতাশ হয়ে ঘরে ফিরে যায়। আজ দুপুর বারোটা পর বাগান কর্তৃপক্ষ লক আউট ঘোষণা করে । এই লক আউটের খবর আসা মাত্র বাগানে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয় ।
তৃণমূল চা বাগান মজদুর ইউনিয়ন কালচিনি সাধারণ-সম্পাদক ওম দাস লোহার জানান, “যে প্রতিবছর পুজো আসলেই এমন কাণ্ড ঘটায় ম্যানেজমেণ্ট বোনাস না দিয়ে বেতন না দিয়ে লক আউট ঘোষণা করল আমরা এই মালিক চাইনা ।”
এদিকে জয়েন্ট ফোরাম নেতা তথা ডিসিবিডাব্লুইউ-এর সাধারণ সম্পাদক গণেশ লামা জানান, “যে এই মালিক চেঞ্জ করতে হবে আর চাইনা এই মালিক ঘন ঘন বাগান বন্ধ কিছুই হলনা বিনা কারণে বাগান বন্ধ আজকে বেতন প্রদানের দিন ছিল বেতন দিলনা ও বোনাস ও দিলনা বাগান লক আউট করে দিল এখন শ্রমিকরা কি করবে । পুজোর আগ মুহুর্তে বাগান বন্ধ হওযায় বজ্রপাত হল শ্রমিকদের মাথায় ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584